ইরান চুক্তিতে না ফিরলে ফের নিষেধাজ্ঞা: ফ্রান্স - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ইরান চুক্তিতে না ফিরলে ফের নিষেধাজ্ঞা: ফ্রান্স

Published

on

ইরান চুক্তিতে না ফিরলে ফের নিষেধাজ্ঞা: ফ্রান্স
ছবি : সংগৃহীত

ইরান যদি পারমাণবিক চুক্তিতে ফেরত না আসে, তাহলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে—এমন সতর্কবার্তা দিয়েছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী আগস্ট মাসের মধ্যে যদি কূটনৈতিক অগ্রগতি না হয়, তবে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া শুরু হবে, যার মাধ্যমে পূর্বের সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানের ওপর আবারও কার্যকর হবে।

ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমাবদ্ধতা মেনে নিয়েছিল। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে পড়ে। চলতি বছরের অক্টোবরে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বলে ইউরোপীয় কূটনীতিকরা আগস্টের মধ্যেই সমাধান চান।

এদিকে, জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের স্থাপনায় হামলার পর থেকে আলোচনা স্থবির হয়ে পড়ে। যদিও উভয়পক্ষ শান্তিপূর্ণ সমাধানের ইঙ্গিত দিয়েছে, তবে ইরান জানিয়েছে, তারা তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাবে না।

Share

ইরান যদি পারমাণবিক চুক্তিতে ফেরত না আসে, তাহলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে—এমন সতর্কবার্তা দিয়েছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী আগস্ট মাসের মধ্যে যদি কূটনৈতিক অগ্রগতি না হয়, তবে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া শুরু হবে, যার মাধ্যমে পূর্বের সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানের ওপর আবারও কার্যকর হবে।

ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমাবদ্ধতা মেনে নিয়েছিল। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে পড়ে। চলতি বছরের অক্টোবরে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বলে ইউরোপীয় কূটনীতিকরা আগস্টের মধ্যেই সমাধান চান।

এদিকে, জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের স্থাপনায় হামলার পর থেকে আলোচনা স্থবির হয়ে পড়ে। যদিও উভয়পক্ষ শান্তিপূর্ণ সমাধানের ইঙ্গিত দিয়েছে, তবে ইরান জানিয়েছে, তারা তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাবে না।

Share