ইরান জানাল প্রতিশোধ শুরু, ইসরায়েলি পাইলটদের পরিচয় ফাঁস - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ইরান জানাল প্রতিশোধ শুরু, ইসরায়েলি পাইলটদের পরিচয় ফাঁস

Published

on

ইরান জানাল প্রতিশোধ শুরু, ইসরায়েলি পাইলটদের পরিচয় ফাঁস
ছবি: সংগৃহীত

তেহরান দাবি করেছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ‘অপ্ররোচিত’ হামলায় অংশগ্রহণকারী ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট, কমান্ডার ও ড্রোন অপারেটরদের পরিচয় শনাক্ত করেছে ইরানি গোয়েন্দারা। শনিবার (২ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্স নিউজ জানায়, এসব সেনা সদস্যদের নাম, পদবি, ইউনিট, ঘাঁটি, এমনকি বসবাসের ঠিকানাসহ পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি করেছে তারা।

প্রকাশিত তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন ১১৯-এর ডেপুটি কমান্ডার মেজর ইয়েল অ্যাশ ও তার স্বামী বার প্রিন্স। ইয়েল অ্যাশ হলেন ১৯৭৩ সালের ইয়োম কিপুর যুদ্ধে নিখোঁজ পাইলট শিমন অ্যাশের নাতনি।

ইরান দাবি করেছে, উপগ্রহ চিত্র ও অন্যান্য গোয়েন্দা প্রযুক্তির মাধ্যমে এসব সেনার গতিবিধিও নজরে রাখা হচ্ছে। ইতোমধ্যে কিছু পাইলটের বাড়িতে ইরানি পাল্টা হামলায় আঘাত হানার কথাও বলা হয়েছে।

এছাড়া জানানো হয়, প্রতিশোধমূলক অভিযানে ইরানি বাহিনী ইসরায়েলের পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে ২২ দফা হামলা চালিয়েছে, যার পর ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধে বাধ্য হয়।

তেহরান হুঁশিয়ারি দিয়েছে, এটি কেবল একটি নমুনা—আসছে দিনগুলোতে আরও গোপন তথ্য ফাঁস করা হবে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Share

তেহরান দাবি করেছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ‘অপ্ররোচিত’ হামলায় অংশগ্রহণকারী ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট, কমান্ডার ও ড্রোন অপারেটরদের পরিচয় শনাক্ত করেছে ইরানি গোয়েন্দারা। শনিবার (২ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্স নিউজ জানায়, এসব সেনা সদস্যদের নাম, পদবি, ইউনিট, ঘাঁটি, এমনকি বসবাসের ঠিকানাসহ পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি করেছে তারা।

প্রকাশিত তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন ১১৯-এর ডেপুটি কমান্ডার মেজর ইয়েল অ্যাশ ও তার স্বামী বার প্রিন্স। ইয়েল অ্যাশ হলেন ১৯৭৩ সালের ইয়োম কিপুর যুদ্ধে নিখোঁজ পাইলট শিমন অ্যাশের নাতনি।

ইরান দাবি করেছে, উপগ্রহ চিত্র ও অন্যান্য গোয়েন্দা প্রযুক্তির মাধ্যমে এসব সেনার গতিবিধিও নজরে রাখা হচ্ছে। ইতোমধ্যে কিছু পাইলটের বাড়িতে ইরানি পাল্টা হামলায় আঘাত হানার কথাও বলা হয়েছে।

এছাড়া জানানো হয়, প্রতিশোধমূলক অভিযানে ইরানি বাহিনী ইসরায়েলের পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে ২২ দফা হামলা চালিয়েছে, যার পর ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধে বাধ্য হয়।

তেহরান হুঁশিয়ারি দিয়েছে, এটি কেবল একটি নমুনা—আসছে দিনগুলোতে আরও গোপন তথ্য ফাঁস করা হবে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Share