আন্তর্জাতিক
১২ দিনের যুদ্ধে ইরানে নিহত ৯৩৫

ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৯৩৫ ইরানি নিহত হয়েছেন। সোমবার এক বিবৃতিতে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির এ তথ্য জানান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।
আসগর জাহাঙ্গির জানান, নিহতদের মধ্যে ১৩২ জন নারী এবং ৩৮ জন শিশু রয়েছে। এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সংঘর্ষে ৬০৬ জন নিহত এবং ৫৩৩২ জন আহত হয়েছেন।
তিনি আরও জানান, তেহরানের এভিন কারাগারে ইসরাইলি বিমান হামলায় ৭৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কারাবন্দি, কারা-কর্মী এবং আশপাশের সাধারণ বাসিন্দারাও রয়েছেন। হামলায় কারাগারটি সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়ায় বন্দিদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এই হামলাকে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেন জাহাঙ্গির।
২০২৫ সালের ১৩ জুন থেকে এই সংঘাত শুরু হয়, যখন ইসরাইল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
জবাবে ইরানও মিসাইল ও ড্রোন হামলা চালায় ইসরাইলের বিভিন্ন স্থানে। এতে ২৯ জন নিহত এবং ৩৪০০ জনের বেশি মানুষ আহত হয় বলে হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
২৪ জুন যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা অনিশ্চিত রয়ে গেছে।