আন্তর্জাতিক
ইরান সফরে যাচ্ছে আইএইএ, পরমাণু আলোচনায় নতুন মোড়

জাতিসংঘের পরমাণু শক্তিবিষয়ক সংস্থা (IAEA) আগামী দুই সপ্তাহের মধ্যেই ইরান সফরে যাচ্ছে। সোমবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি। খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই সফরের ঘোষণাটি এসেছে এমন এক সময়ে, যখন সম্প্রতি IAEA-এর মহাপরিচালক জানান, তেহরান পুনরায় প্রযুক্তিগত আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেছে। তার পরপরই তেহরান সফরের পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা আসে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘেয়ি জানিয়েছেন, সফরের সময় ভবিষ্যৎ পরমাণু সহযোগিতা নিয়ে একটি প্রস্তাব IAEA-এর সামনে তুলে ধরা হবে। এই প্রস্তাব তৈরি করা হয়েছে ইরানের পার্লামেন্টে সদ্য পাস হওয়া এক আইনের ভিত্তিতে। ওই আইন অনুসারে, এখন থেকে জাতিসংঘের এই সংস্থাকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর পরিদর্শনের জন্য তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত ভবিষ্যতে IAEA-র সঙ্গে ইরানের সম্পর্ক ও সহযোগিতায় শর্ত আরোপের ইঙ্গিত দিচ্ছে।
IAEA দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, তাদের পরিদর্শন কার্যক্রম পূর্ণাঙ্গ ও স্বাধীন হতে হবে—যাতে নিশ্চিত হওয়া যায়, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে কি না। অন্যদিকে তেহরান বারবার এসব অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।
এই সফরের মাধ্যমে ইরান-IAEA সম্পর্ক এবং আন্তর্জাতিক পরমাণু আলোচনায় নতুন মোড় আসছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।