আন্তর্জাতিক
ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় খননকারী মেশিন ও ক্রেন

ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় ভারী নির্মাণ যন্ত্রপাতির সরব উপস্থিতি ধরা পড়েছে স্যাটেলাইট ছবিতে। মার্কিন প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিসের নতুন স্যাটেলাইট ছবি বিশ্লেষণে পারমাণবিক স্থাপনায় খননকারী মেশিন ও ক্রেন দেখা গেছে। ছবিটি তোলা হয়েছে গত ২৯ জুন। খবর বিবিসির।
এই পারমাণবিক স্থাপনাটি যুক্তরাষ্ট্রের বাঙ্কার-ব্লাস্টার বোমা হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল। ২৮ জুনের আরেকটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে পরমাণু অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অ্যালব্রাইট বলেন, নির্মাণ কাজের মধ্যে ক্ষতি মূল্যায়ন এবং রেডিওলজিক্যাল নমুনা সংগ্রহ করা হতে পারে।
হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ধ্বংস করেছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষতি গুরুতর হলেও বিস্তারিত তথ্য এখনও অস্পষ্ট।
মার্কিন প্রশাসনের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নির্ধারিত সময় থেকে দশক পিছিয়ে গেছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন, ইরান কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুনরায় শুরু করতে পারে।
ফর্দো পারমাণবিক স্থাপনা বরাবরই আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের কারণ হয়ে ছিল। সাম্প্রতিক হামলা ও তৎপরতা ইঙ্গিত দিচ্ছে, উত্তেজনা আরও বাড়তে পারে।