সর্বশেষ
ইরানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

ইরানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, মঙ্গলবার (৫ আগস্ট) দেশটিতে ৫.৭৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (প্রায় ৬.২১ মাইল) গভীরে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশ্বের বিভিন্ন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। ইরানের ভূ-প্রকৃতিগত অবস্থান অনুযায়ী, অঞ্চলটি মাঝেমধ্যেই ভূমিকম্পে কাঁপে।
প্রসঙ্গত, সম্প্রতি রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প হয়, যার ফলে জাপানসহ বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ৪ মিটার পর্যন্ত সুনামি দেখা দেয়। তবে পূর্বপ্রস্তুতির কারণে বড় ধরণের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।