আন্তর্জাতিক
ইরানে ফের বোমা হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে বোমা হামলার হুমকি দিয়েছেন। শুক্রবার তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির তীব্র সমালোচনা করে বলেন, তেহরান যদি ‘উদ্বেগজনক মাত্রায়’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র ফের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা বিবেচনা করবে।
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষের পর খামেনির বক্তব্যের প্রেক্ষিতে ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান। খামেনি বলেন, ‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না এবং আমেরিকাকে চড় মেরেছে।’
ট্রাম্প আরও দাবি করেন, তিনি খামেনির জীবন রক্ষা করেছেন। এক সময় ইসরায়েল খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু ট্রাম্প সেই পরিকল্পনা আটকে দেন।
একইসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত বাতিল করেছেন। আর যদি পরিস্থিতি প্রয়োজন হয়, তাহলে ফের বোমা হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি বলে হোয়াইট হাউজে জানান।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক ভাষা শালীন রাখার আহ্বান জানান।
পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শন নিয়েও উত্তেজনা বাড়ছে। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি ইরানে পরিদর্শন পুনরায় শুরু করাকে ‘শীর্ষ অগ্রাধিকার’ উল্লেখ করলেও ইরান পার্লামেন্ট ইতিমধ্যে সেই অনুমতি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াবে।
সূত্র: রয়টার্স।