আন্তর্জাতিক
ইরান ছাড়ছেন লাখো আফগান শরণার্থী

ইরানে আশ্রয় নেওয়া লাখো আফগান শরণার্থীকে দেশ ছাড়তে সময় বেঁধে দিয়েছিল তেহরান সরকার। গতকাল (৬ জুলাই) সেই সময়সীমা শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়লে গ্রেপ্তার ও বিতাড়নের হুঁশিয়ারি ছিল সরকারের।
ইরানে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের পর দেশটিতে নিরাপত্তা উদ্বেগ ও অভ্যন্তরীণ সংকট তীব্র আকার নেয়। এই পরিস্থিতিতে আফগানদের ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ আখ্যা দিয়ে ফেরত পাঠানো শুরু হয়।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, গত মাসে প্রতিদিন গড়ে ৩০ হাজারের বেশি আফগান ইরান ছেড়েছেন। এই সংখ্যা আগে ছিল দৈনিক ২ হাজার। এর আগে ইরান সরকারের ঘোষণা অনুযায়ী ২০২৩ সাল থেকে ‘অবৈধ অভিবাসী’ চিহ্নিত করে এই অভিযান চালানো হয়।
তেহরানের এক রেস্তোরাঁ মালিক বাতুল আকবরি বলেন, ‘লোকজনকে এমন বাড়ি থেকে তাড়ানো হচ্ছে, যেটি তারা নিজের বলে জানতো। এটা অত্যন্ত হৃদয়বিদারক।’
ইরানে প্রায় ৪০ লাখ আফগান অভিবাসী বসবাস করেন, যাদের অনেকেই কয়েক দশক ধরে সেখানে অবস্থান করছেন। ইরানের অর্থনৈতিক সংকট ও সামাজিক সমস্যার জন্য আফগানদের দায়ী করার প্রবণতা বাড়ায় তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
আফগানিস্তানভিত্তিক মানবাধিকার সংস্থাগুলো এই ব্যাপক বিতাড়নে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, এতে আফগানিস্তানে মানবিক সংকট আরও ভয়াবহ আকার নেবে।