মোদি সরকারের তৃতীয় মেয়াদে ৯৪৭ ঘৃণা অপরাধ, নিশানায় মুসলিম - Porikroma News
Connect with us

অপরাধ

মোদি সরকারের তৃতীয় মেয়াদে ৯৪৭ ঘৃণা অপরাধ, নিশানায় মুসলিম

Published

on

মোদি সরকারের তৃতীয় মেয়াদে ৯৪৭ ঘৃণা অপরাধ, নিশানায় মুসলিম

ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। মানবাধিকার সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)’–এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, নরেন্দ্র মোদির তৃতীয় দফার শাসনের প্রথম বছরে সারা দেশে ঘটেছে ৯৪৭টি ঘৃণা অপরাধের ঘটনা।

২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে এই অপরাধের মধ্যে ছিল ৩৪৫টি ঘৃণা ভাষণ এবং ৬০২টি সরাসরি হামলা। যার মধ্যে ১৭৩ জন সংখ্যালঘু শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন এবং অন্তত ২৫ জন নিহত হয়েছেন, যাঁরা সবাই মুসলিম।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি ঘৃণা অপরাধ ঘটেছে বিজেপি শাসিত উত্তর প্রদেশে (২১৭টি)। এরপর মহারাষ্ট্র (১০১), মধ্যপ্রদেশ (১০০), ও উত্তরাখন্ডে (৮৪)।

এছাড়া, ঘৃণা ভাষণের ১৭৮টি দিয়েছেন বিজেপি নেতারা, যার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই পাঁচটি বক্তব্য দিয়েছেন। বিভিন্ন ধর্মীয় উৎসবকে ঘিরেও সংঘর্ষ, উস্কানি এবং মুসলিম-খ্রিস্টানদের ওপর হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আলোচিত এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং শাসকদলের প্রকাশ্য সমর্থনেই এই ঘৃণা অপরাধ বাড়ছে। শুধু ১৩ শতাংশ ঘটনায় এফআইআর দায়ের হয়েছে।

এপিসিআর জানিয়েছে, সংখ্যালঘু ও দলিতদের অধিকার রক্ষায় এখনই প্রাতিষ্ঠানিক ও আইনগত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

Share

ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। মানবাধিকার সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)’–এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, নরেন্দ্র মোদির তৃতীয় দফার শাসনের প্রথম বছরে সারা দেশে ঘটেছে ৯৪৭টি ঘৃণা অপরাধের ঘটনা।

২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে এই অপরাধের মধ্যে ছিল ৩৪৫টি ঘৃণা ভাষণ এবং ৬০২টি সরাসরি হামলা। যার মধ্যে ১৭৩ জন সংখ্যালঘু শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন এবং অন্তত ২৫ জন নিহত হয়েছেন, যাঁরা সবাই মুসলিম।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি ঘৃণা অপরাধ ঘটেছে বিজেপি শাসিত উত্তর প্রদেশে (২১৭টি)। এরপর মহারাষ্ট্র (১০১), মধ্যপ্রদেশ (১০০), ও উত্তরাখন্ডে (৮৪)।

এছাড়া, ঘৃণা ভাষণের ১৭৮টি দিয়েছেন বিজেপি নেতারা, যার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই পাঁচটি বক্তব্য দিয়েছেন। বিভিন্ন ধর্মীয় উৎসবকে ঘিরেও সংঘর্ষ, উস্কানি এবং মুসলিম-খ্রিস্টানদের ওপর হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আলোচিত এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং শাসকদলের প্রকাশ্য সমর্থনেই এই ঘৃণা অপরাধ বাড়ছে। শুধু ১৩ শতাংশ ঘটনায় এফআইআর দায়ের হয়েছে।

এপিসিআর জানিয়েছে, সংখ্যালঘু ও দলিতদের অধিকার রক্ষায় এখনই প্রাতিষ্ঠানিক ও আইনগত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

Share