‘বন্দুকের মুখে’ মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে ভারত - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

‘বন্দুকের মুখে’ মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে ভারত

Published

on

‘বন্দুকের মুখে’ মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে ভারত
ছবি: সংগৃহীত

কোনো বিচার ছাড়াই শত শত মুসলমানকে ‘বন্দুকের মুখে’ বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। দুই দেশের কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। মানবাধিকারকর্মী ও আইনজীবীরা এই পদক্ষেপকে বেআইনি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে চালানো দমন-পীড়ন বলে অভিহিত করেছেন। এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারত সরকারের দাবি, তারা ‘অবৈধ অভিবাসী’ ফেরত পাঠাচ্ছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী সরকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বিষয়ে বরাবরই কঠোর অবস্থান নিয়ে আসছে। এ নিয়ে ভারতের প্রায় ২০ কোটি মুসলমানের মধ্যে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে চরম উদ্বেগ-আতঙ্ক তৈরি হয়েছে।

আসামের এক মুসলিম নারী রাহিমা বেগম জানান, পুলিশ তাকে বন্দুকের মুখে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেতে বাধ্য করেছিল। বিজিবি পরে আবার ভারতীয় সীমান্তে ফেরত পাঠায়। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

বাংলাদেশ জানিয়েছে, মে মাস থেকে ভারত ১,৬০০’র বেশি মানুষকে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, প্রকৃত সংখ্যা ২,৫০০ ছাড়াতে পারে।

মানবাধিকারকর্মী হর্ষ মন্দার ও আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেছেন, জাতিগত পরিচয়ের ভিত্তিতে পরিকল্পিতভাবে মুসলিম ও বাংলা ভাষাভাষীদের টার্গেট করে এই অভিযান চালানো হচ্ছে।

বিশেষজ্ঞরা এটিকে ‘চিন্তাধারাভিত্তিক ঘৃণার অভিযান’ হিসেবে দেখছেন।

Share

কোনো বিচার ছাড়াই শত শত মুসলমানকে ‘বন্দুকের মুখে’ বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। দুই দেশের কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। মানবাধিকারকর্মী ও আইনজীবীরা এই পদক্ষেপকে বেআইনি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে চালানো দমন-পীড়ন বলে অভিহিত করেছেন। এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারত সরকারের দাবি, তারা ‘অবৈধ অভিবাসী’ ফেরত পাঠাচ্ছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী সরকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বিষয়ে বরাবরই কঠোর অবস্থান নিয়ে আসছে। এ নিয়ে ভারতের প্রায় ২০ কোটি মুসলমানের মধ্যে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে চরম উদ্বেগ-আতঙ্ক তৈরি হয়েছে।

আসামের এক মুসলিম নারী রাহিমা বেগম জানান, পুলিশ তাকে বন্দুকের মুখে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেতে বাধ্য করেছিল। বিজিবি পরে আবার ভারতীয় সীমান্তে ফেরত পাঠায়। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

বাংলাদেশ জানিয়েছে, মে মাস থেকে ভারত ১,৬০০’র বেশি মানুষকে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, প্রকৃত সংখ্যা ২,৫০০ ছাড়াতে পারে।

মানবাধিকারকর্মী হর্ষ মন্দার ও আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেছেন, জাতিগত পরিচয়ের ভিত্তিতে পরিকল্পিতভাবে মুসলিম ও বাংলা ভাষাভাষীদের টার্গেট করে এই অভিযান চালানো হচ্ছে।

বিশেষজ্ঞরা এটিকে ‘চিন্তাধারাভিত্তিক ঘৃণার অভিযান’ হিসেবে দেখছেন।

Share