আন্তর্জাতিক
ভারতের সীমান্তে বিএসএফ বাঙ্কার নির্মাণ | দৈনিক পরিক্রমা NEWS

নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার (৯ মে) আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ২০১/১৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ এবং মেইন পিলার ২০১/১৭-আর থেকে আনুমানিক ২০০ গজ ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে দুইটি বাঙ্কার নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চরধরমপুর বিওপির বিপরীতে ১২ মুচিয়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকায় এই বাঙ্কার নির্মিত হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. সাদিকুল ইসলাম জানান, শুক্রবার জুমার মসজিদে স্থানীয়দের সীমান্তে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তবে বাঙ্কার নির্মাণের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
চরধরমপুর বিওপির নায়েব সুবেদার আশরাফুল ইসলাম বলেন,
“ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে দুইটি বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ। তবে এতে সীমান্তে কোনো সমস্যা নেই। দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় আছে।”