বাংলাদেশ
চাঁদাবাজির অডিও-ভিডিও ডিজিএফআইয়ের কাছে: ইলিয়াস হোসেন

বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি দাবি করেছেন, এসব চাঁদাবাজির অডিও ও ভিডিও ডিজিএফআইয়ের হাতে রয়েছে।
আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন এ কথা জানান। তবে কারা এসব চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের নাম পরিচয় উল্লেখ করেননি তিনি।
ফেসবুক পোস্টে ইলিয়াস লেখেন, ‘বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে যারা চাঁদা নিচ্ছেন, আপনাদের অডিও-ভিডিও রেখে দিচ্ছে ডিজিএফআই। কারা চাঁদা নিচ্ছেন সেটা আর বললাম না, চাঁদা সাবধানে নিয়েন।’
এ বিষয়ে এখন পর্যন্ত ডিজিএফআই বা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ পোস্ট ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে।