এইচটিএসকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

এইচটিএসকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

Published

on

এইচটিএসকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র
ছবি : এএফপি

সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)–কে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ডিসেম্বরে এইচটিএস-এর নেতৃত্বেই ৫৪ বছর ধরে শাসন করা আসাদ সরকারকে উৎখাত করা হয়। দলটির নেতা আহমেদ আল-শারা বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

এইচটিএস-এর আগের নাম ছিল আল-নুসরা ফ্রন্ট। ২০১৬ সালের আগ পর্যন্ত এটি সিরিয়ায় আল-কায়েদার সহযোগী হিসেবে পরিচিত ছিল। তবে পরবর্তীতে তারা নিজেদের অতীত কার্যক্রম থেকে সরে এসে নতুন রাজনৈতিক ও সামরিক অবস্থান গ্রহণ করে।

সম্প্রতি পশ্চিমা দেশগুলো সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছে। এরই অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩ জুন সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

হোয়াইট হাউস জানায়, সিরিয়ায় ‘স্থিতিশীলতা ও শান্তির পথ’ সমর্থনের উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম পর্যবেক্ষণের কথাও জানানো হয়।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি এই সিদ্ধান্তকে ‘অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়ে বলেন, এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সিরিয়ার সম্পর্কোন্নয়নের সুযোগ তৈরি হবে।

Share

সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)–কে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ডিসেম্বরে এইচটিএস-এর নেতৃত্বেই ৫৪ বছর ধরে শাসন করা আসাদ সরকারকে উৎখাত করা হয়। দলটির নেতা আহমেদ আল-শারা বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

এইচটিএস-এর আগের নাম ছিল আল-নুসরা ফ্রন্ট। ২০১৬ সালের আগ পর্যন্ত এটি সিরিয়ায় আল-কায়েদার সহযোগী হিসেবে পরিচিত ছিল। তবে পরবর্তীতে তারা নিজেদের অতীত কার্যক্রম থেকে সরে এসে নতুন রাজনৈতিক ও সামরিক অবস্থান গ্রহণ করে।

সম্প্রতি পশ্চিমা দেশগুলো সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছে। এরই অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩ জুন সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

হোয়াইট হাউস জানায়, সিরিয়ায় ‘স্থিতিশীলতা ও শান্তির পথ’ সমর্থনের উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম পর্যবেক্ষণের কথাও জানানো হয়।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি এই সিদ্ধান্তকে ‘অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়ে বলেন, এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সিরিয়ার সম্পর্কোন্নয়নের সুযোগ তৈরি হবে।

Share