বাংলাদেশ
পরীক্ষার দিনে নিখোঁজ মাহিরা জানালেন কীভাবে গেলেন সাভারে

এইচএসসি পরীক্ষার দিন রাজধানীর ভাটারা এলাকা থেকে নিখোঁজ হন মাহিরা বিনতে মারুফ পুলি। পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। প্রায় ১৫-১৬ ঘণ্টা পর রোববার (২৯ জুন) দিবাগত রাতে সাভার থেকে মাহিরাকে উদ্ধার করে র্যাব-৪।
মাহিরা র্যাবকে জানান, বাসা থেকে বের হওয়ার পর এক নারীর খপ্পরে পড়েন তিনি। সেই নারী তার নাকে কিছু একটা স্পর্শ করানোর পরই অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরে সাভারের একটি নির্জন স্থানে।
পরে তাকে পোশাক পরিবর্তন করিয়ে রাখা হয়। সুযোগ বুঝে তিনি ওই স্থান থেকে বেরিয়ে আসেন এবং জঙ্গল পেরিয়ে রাস্তায় উঠে আসেন। র্যাবের গাড়ি দেখতে পেয়ে মাহিরা তাদের কাছে পুরো ঘটনা জানালে, তাকে উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেয় র্যাব।
র্যাব জানিয়েছে, ভুক্তভোগীর দেওয়া বক্তব্য এখনো যাচাই করা হয়নি।
এর আগে, রোববার সকাল ৮টায় এইচএসসি পরীক্ষা দিতে বের হন মাহিরা। কিন্তু পরীক্ষা কেন্দ্রে না যাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরীক্ষা শেষে খোঁজ নিয়ে জানা যায়, মাহিরা পরীক্ষাকেন্দ্রে যাননি। এরপর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মাহিরার পরিবার।
এ ঘটনায় এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।