পরীক্ষায় অংশ নিল সেই আনিসা, জানুন বাকি পরীক্ষার খবর - Porikroma News
Connect with us

শিক্ষা

পরীক্ষায় অংশ নিল সেই আনিসা, জানুন বাকি পরীক্ষার খবর

Published

on

পরীক্ষায় অংশ নিল সেই আনিসা, জানুন বাকি পরীক্ষার খবর
সংগৃহীত ছবি

রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী আনিসা আরিফা অবশেষে পরীক্ষায় অংশ নিয়েছে।
মায়ের হঠাৎ অসুস্থতার কারণে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারায় পরীক্ষা দিতে পারেনি আনিসা।

কেন্দ্রে ঢুকতে অনুরোধ করলেও তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও দেখে দেশজুড়ে অসংখ্য মানুষ তার জন্য মানবিক আবেদন জানান।

আজ রবিবার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয় আনিসা। তার মা জানান, বৃহস্পতিবার (২৬ জুন) হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ।

কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার পর কলেজের পক্ষ থেকে আনিসার খোঁজ নেওয়া হয়। সে জানায়, বাংলা দ্বিতীয় পত্রসহ পরবর্তী সব পরীক্ষায় অংশ নেবে।’

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকেও বিষয়টি মানবিকভাবে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশজুড়ে এই ঘটনা ছাত্রছাত্রী ও অভিভাবকদের মনে নাড়া দিয়েছে। মানবিক মূল্যবোধ ও শিক্ষাব্যবস্থার অনুশাসনের বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে।

Share

রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী আনিসা আরিফা অবশেষে পরীক্ষায় অংশ নিয়েছে।
মায়ের হঠাৎ অসুস্থতার কারণে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারায় পরীক্ষা দিতে পারেনি আনিসা।

কেন্দ্রে ঢুকতে অনুরোধ করলেও তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও দেখে দেশজুড়ে অসংখ্য মানুষ তার জন্য মানবিক আবেদন জানান।

আজ রবিবার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয় আনিসা। তার মা জানান, বৃহস্পতিবার (২৬ জুন) হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ।

কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার পর কলেজের পক্ষ থেকে আনিসার খোঁজ নেওয়া হয়। সে জানায়, বাংলা দ্বিতীয় পত্রসহ পরবর্তী সব পরীক্ষায় অংশ নেবে।’

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকেও বিষয়টি মানবিকভাবে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশজুড়ে এই ঘটনা ছাত্রছাত্রী ও অভিভাবকদের মনে নাড়া দিয়েছে। মানবিক মূল্যবোধ ও শিক্ষাব্যবস্থার অনুশাসনের বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে।

Share