আন্তর্জাতিক
ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা জানিয়েছে, ইসরায়েলি বন্দর ব্যবহারকারী যেকোনো দেশের যেকোনো কোম্পানির জাহাজ এখন থেকে তাদের হামলার লক্ষ্যবস্তু হবে, যদি সেগুলো হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় আসে।
রোববার (২৭ জুলাই) রাজধানী সানায় এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, “ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজ এখন বৈধ টার্গেট।”
হুতিরা গাজায় চলমান যুদ্ধকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে দায়ী করেছে। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত না ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করে, ততক্ষণ তারা সামরিক অভিযান চালিয়ে যাবে।
হুতিদের পক্ষ থেকে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে বলা হয়েছে—ইসরায়েলি বন্দর ব্যবহারের সম্পৃক্ততা বন্ধ না করলে, তাদের জাহাজও হামলার মুখে পড়বে। তবে তারা এটাও জানিয়েছে, যদি ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ তুলে নেয়, তাহলে তারাও হামলা বন্ধ করবে।