আন্তর্জাতিক
হিমাচলে বৃষ্টি-ভূমিধসে ১১ জনের মৃত্যু, নিখোঁজ ৩৪

ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ মুষলধারে বৃষ্টি ও ভূমিধসে মৃত্যু হয়েছে ১১ জনের। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩৪ জন। বৃহস্পতিবার (৩ জুলাই) টানা তৃতীয় দিনের মতো উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছেন।
ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত হিমাচলের কাংড়া, মান্ডি, হামিরপুর, সিমলা, সিরমৌর ও সোলান জেলায় মাঝারি আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।
মঙ্গলবারের প্রবল বর্ষণে মান্ডি জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। ১৪টি সেতু, ১৪৮টি বাড়ি ও দুটি দোকান ভেসে যায়। সবচেয়ে বেশি প্রাণহানিও ঘটেছে মান্ডিতেই। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে দুর্যোগ চলায় নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে আসছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
হিমাচল রাজ্যের জরুরি অপারেশন সেন্টার জানায়, দুর্গতদের জন্য ৫টি ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে এখন পর্যন্ত ১৫৭ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।
বুধবার মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু personally ক্ষতিগ্রস্ত এলাকা মান্ডির ধরমপুরের সায়াথি গ্রাম পরিদর্শন করেন। দুর্গত পরিবারগুলোর খোঁজ নেন এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারপ্রতি ১.৭০ লাখ রুপি আর্থিক সহায়তা ও রেশনসহ অন্যান্য ত্রাণসামগ্রী সরবরাহ করেছে।
সূত্র: এনডিটিভি