রাজনীতি
হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে এনসিপির কারণ দর্শানোর নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে হঠাৎ কক্সবাজারে যাওয়ার বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় দপ্তর। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এই সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোটিশপ্রাপ্ত নেতারা হলেন—দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট রাষ্ট্রীয় গুরুত্ববহ দিবসে তারা কক্সবাজার সফরে যান, যা পূর্বে ‘রাজনৈতিক পর্ষদকে’ অবহিত না করেই করা হয়েছে। এটি সংগঠনগত শৃঙ্খলা ও দায়বদ্ধতার পরিপন্থী।
এমতাবস্থায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
এনসিপির অভ্যন্তরীণ পরিবেশে এই ঘটনাটি এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।