আমরা এক থাকলে হাসিনার মতো কেউ আসতে পারবে না - Porikroma News
Connect with us

রাজনীতি

আমরা এক থাকলে হাসিনার মতো কেউ আসতে পারবে না

Published

on

আমরা এক থাকলে হাসিনার মতো কেউ আসতে পারবে না
এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা এক থাকলে হাসিনার মতো আর কেউ আসতে পারবে না। যত বড় খুনিই হোক, জনগণের ঐক্যের সামনে তারা টিকতে পারবে না।’

শনিবার (২৮ জুন) বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত ‘সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের’ দাবিতে মহাসমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘পাঞ্জাবি-টুপি পরা লোকদের বিগত দিনে নানাভাবে হয়রানি করা হয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধ। আর কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে সামনে রেখে কিছু হবে না। আমরা জনগণের শক্তিতে রাষ্ট্র গড়ব।’

এ সময় সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান তিনি।

মহাসমাবেশে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা এক থাকলে হাসিনার মতো আর কেউ আসতে পারবে না। যত বড় খুনিই হোক, জনগণের ঐক্যের সামনে তারা টিকতে পারবে না।’

শনিবার (২৮ জুন) বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত ‘সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের’ দাবিতে মহাসমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘পাঞ্জাবি-টুপি পরা লোকদের বিগত দিনে নানাভাবে হয়রানি করা হয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধ। আর কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে সামনে রেখে কিছু হবে না। আমরা জনগণের শক্তিতে রাষ্ট্র গড়ব।’

এ সময় সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান তিনি।

মহাসমাবেশে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

Share