বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন ৪৯৭৮ হাজি - Porikroma News
Connect with us

বাংলাদেশ

বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন ৪৯৭৮ হাজি

Published

on

বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন ৪৯৭৮ হাজি
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেওয়া হাজিদের মধ্যে বাড়ি ভাড়া খরচ কমে যাওয়ায় ফেরত দেওয়া হচ্ছে বেঁচে যাওয়া অর্থ।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৫ হাজার হাজির মধ্যে ৪ হাজার ৯৭৮ জনকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা হজ ব্যবস্থাপনায় সফল হয়েছি। ২০২৬ সালের হজ ব্যয় আরও কমিয়ে আনার লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছরের নভেম্বরেই সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি হবে।’

তিনি আরও জানান, হজযাত্রীদের জন্য সম্মানজনক, নিরাপদ এবং উন্নত সেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

এবারের হজ কার্যক্রম চলাকালে সৌদি আরবে ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত্যুর কারণ হিসেবে বার্ধক্যজনিত জটিলতা ও শারীরিক অসুস্থতাকে উল্লেখ করা হয়েছে।

চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন এবং ফিরতি ফ্লাইট শেষ হয় ১০ জুলাই।

Share

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেওয়া হাজিদের মধ্যে বাড়ি ভাড়া খরচ কমে যাওয়ায় ফেরত দেওয়া হচ্ছে বেঁচে যাওয়া অর্থ।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৫ হাজার হাজির মধ্যে ৪ হাজার ৯৭৮ জনকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা হজ ব্যবস্থাপনায় সফল হয়েছি। ২০২৬ সালের হজ ব্যয় আরও কমিয়ে আনার লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছরের নভেম্বরেই সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি হবে।’

তিনি আরও জানান, হজযাত্রীদের জন্য সম্মানজনক, নিরাপদ এবং উন্নত সেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

এবারের হজ কার্যক্রম চলাকালে সৌদি আরবে ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত্যুর কারণ হিসেবে বার্ধক্যজনিত জটিলতা ও শারীরিক অসুস্থতাকে উল্লেখ করা হয়েছে।

চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন এবং ফিরতি ফ্লাইট শেষ হয় ১০ জুলাই।

Share