বাংলাদেশ
ঘরে ঢুকে ছেলে দেখলেন মায়ের গলাকাটা মরদেহ

হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে নিজ ঘর থেকে আলম আরা বেগম (৩০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের ছেলে ঘরে ফিরে মায়ের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।
নিহত আলম আরা বেগম পইল গ্রামের সিতু মিয়ার স্ত্রী। তার স্বামী স্থানীয় বাজারে সবজির ব্যবসা করেন। ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। তার ছোট ভাই কদর আলী একজন মুদি ব্যবসায়ী। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিন্টু জানান, দুই ভাইয়ের মধ্যে একাধিকবার বিরোধ মেটানোর চেষ্টা করেছেন তিনি। এলাকাবাসীর অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে দেবর কদর আলী এই হত্যাকাণ্ড ঘটিয়ে পলাতক হয়েছেন।
সদর মডেল থানার ওসি এটিএম শাহাবুদ্দিন শাহীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেবর তার ভাবিকে হত্যা করেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।