বাংলাদেশ
গোপালগঞ্জে কারফিউ জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার পুরো এলাকায় কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাত ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ কার্যকর থাকবে। জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত হুমকির প্রেক্ষিতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
কারফিউ চলাকালীন সময়ে জনসাধারণের চলাচলে কড়াকড়ি থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো জেলায় অবস্থান নেবে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
এর আগে এনসিপির পদযাত্রা শেষে নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় শহরের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়। তবে সহিংসতা আরও বাড়লে প্রশাসন কারফিউ জারির সিদ্ধান্ত নেয়।