গোপালগঞ্জ কি বিচ্ছিন্ন দ্বীপ? - Porikroma News
Connect with us

বাংলাদেশ

গোপালগঞ্জ কি বিচ্ছিন্ন দ্বীপ?

Published

on

গোপালগঞ্জ কি বিচ্ছিন্ন দ্বীপ?
ফাইল ছবি

গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে কোনো স্বাধীন ভূখণ্ড?
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ লংমার্চে সশস্ত্র হামলা, নিহত অন্তত চারজন, আহত অগণিত। মঞ্চ ভাঙচুর, রাস্তায় অবরোধ, গাড়িবহরে হামলা—সব মিলিয়ে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়।

ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পরও আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর এ ধরনের সন্ত্রাসী তৎপরতা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ। প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা, নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য হামলা—সব মিলিয়ে প্রশ্ন উঠছে, গোপালগঞ্জ কি বিচ্ছিন্ন কোনো এলাকা যেখানে দেশের আইন চলে না?

এ হামলার দায়ভার সরাসরি ফেলে দেওয়া যায় গোপালগঞ্জকে ব্যক্তিগত জমিদারি বানিয়ে রাখা আওয়ামী লীগের ওপর। সাধারণ মানুষের প্রশ্ন—এই এলাকায় কেন বারবার সভা-সমাবেশকে ‘উসকানি’ বলা হয়? কেনই বা নিরাপত্তা নিশ্চিত করা হয় না?

সরকারকে এখনই শক্ত অবস্থান নিতে হবে। যারা হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গোপালগঞ্জ বাংলাদেশের অংশ—এখানে দেশের সংবিধান ও আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।

Share

গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে কোনো স্বাধীন ভূখণ্ড?
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ লংমার্চে সশস্ত্র হামলা, নিহত অন্তত চারজন, আহত অগণিত। মঞ্চ ভাঙচুর, রাস্তায় অবরোধ, গাড়িবহরে হামলা—সব মিলিয়ে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়।

ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পরও আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর এ ধরনের সন্ত্রাসী তৎপরতা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ। প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা, নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য হামলা—সব মিলিয়ে প্রশ্ন উঠছে, গোপালগঞ্জ কি বিচ্ছিন্ন কোনো এলাকা যেখানে দেশের আইন চলে না?

এ হামলার দায়ভার সরাসরি ফেলে দেওয়া যায় গোপালগঞ্জকে ব্যক্তিগত জমিদারি বানিয়ে রাখা আওয়ামী লীগের ওপর। সাধারণ মানুষের প্রশ্ন—এই এলাকায় কেন বারবার সভা-সমাবেশকে ‘উসকানি’ বলা হয়? কেনই বা নিরাপত্তা নিশ্চিত করা হয় না?

সরকারকে এখনই শক্ত অবস্থান নিতে হবে। যারা হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গোপালগঞ্জ বাংলাদেশের অংশ—এখানে দেশের সংবিধান ও আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।

Share