গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলায় নিহত ৩ - Porikroma News
Connect with us

বাংলাদেশ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলায় নিহত ৩

Published

on

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলায় নিহত ৩
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ ও হামলার ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় আরও ৯ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন – গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮) ও টুঙ্গীপাড়ার সোহেল রানা মোল্লা (৩০)।

বুধবার (১৬ জুলাই) বিকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজনের অস্ত্রোপচার চলছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। এনসিপির গাড়িবহরে ফেরার পথে হামলা চালায় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এমনকি পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারফিউ চলাকালীন জনসাধারণের চলাচল সীমিত থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ থাকবে।

Share

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ ও হামলার ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় আরও ৯ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন – গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮) ও টুঙ্গীপাড়ার সোহেল রানা মোল্লা (৩০)।

বুধবার (১৬ জুলাই) বিকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজনের অস্ত্রোপচার চলছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। এনসিপির গাড়িবহরে ফেরার পথে হামলা চালায় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এমনকি পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারফিউ চলাকালীন জনসাধারণের চলাচল সীমিত থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ থাকবে।

Share