রাজনীতি
গোপালগঞ্জে হামলার জেরে মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মাদারীপুরে পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনের মঞ্চে স্থানীয় নেতারা সমাবেশ স্থগিতের ঘোষণা দেন। এনসিপির কেন্দ্রীয় নেতাদের একটি বহর গোপালগঞ্জ থেকে মাদারীপুরে যাওয়ার পথে আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ এনসিপির।
এর ফলে সমাবেশে যোগ দিতে আসা দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সন্ধ্যার দিকে স্থান ত্যাগ করেন। স্থানীয় এনসিপি নেতারা জানান, পরিস্থিতি শান্ত হলে সমাবেশের নতুন তারিখ ঘোষণা করা হবে।
এদিন মাদারীপুরের সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম ও মেহেরাব সিফাতের। তবে গোপালগঞ্জে হামলার ঘটনার পর তারা খুলনায় ফিরে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর শাখার সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, “আজ এ মঞ্চে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জে আমাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তা স্থগিত করা হয়েছে।”
মাদারীপুরে সমাবেশ ঘিরে জেলার বিভিন্ন স্থান থেকে এনসিপি নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। সন্ধ্যায় সমাবেশ বাতিলের ঘোষণার পর সবাই বাড়ি ফিরে যান।