গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল - Porikroma News
Connect with us

বাংলাদেশ

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল

Published

on

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, চলমান কারফিউ আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে।

বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হবে। এরপর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবারও কারফিউ কার্যকর থাকবে।

গতকাল বুধবার (১৬ জুলাই) এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন পুরো জেলায় কারফিউ জারি করে।

কারফিউ চলমান থাকায় গোপালগঞ্জ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাস্তায় সীমিত রিকশা চললেও অন্যান্য যানবাহন চলাচল করেনি। অধিকাংশ দোকানপাট, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সড়কের পাশে বা গলির কিছু দোকান খোলা দেখা গেলেও জনজীবনে এক ধরনের আতঙ্ক ও অচলাবস্থা দেখা দিয়েছে।

Share

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, চলমান কারফিউ আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে।

বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হবে। এরপর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবারও কারফিউ কার্যকর থাকবে।

গতকাল বুধবার (১৬ জুলাই) এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন পুরো জেলায় কারফিউ জারি করে।

কারফিউ চলমান থাকায় গোপালগঞ্জ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাস্তায় সীমিত রিকশা চললেও অন্যান্য যানবাহন চলাচল করেনি। অধিকাংশ দোকানপাট, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সড়কের পাশে বা গলির কিছু দোকান খোলা দেখা গেলেও জনজীবনে এক ধরনের আতঙ্ক ও অচলাবস্থা দেখা দিয়েছে।

Share