গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার - Porikroma News
Connect with us

বাংলাদেশ

গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

Published

on

গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার
গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউর একটি চিত্র।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, প্রাণহানি ও সংঘর্ষের পর গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টার পর থেকে গোপালগঞ্জে আর কোনো কারফিউ বা ১৪৪ ধারা বলবৎ থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিস্থিতির সার্বিক পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় হলে পরবর্তীতে আবারও নির্দেশনা দেওয়া হবে। একইসঙ্গে, হামলা ও সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথম দফায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর পর্যায়ক্রমে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত একাধিক দফায় কারফিউ ও ১৪৪ ধারা আরোপ ও শিথিল করা হয়।

শেষ পর্যন্ত রোববার সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কারফিউ ও ১৪৪ ধারা পুরোপুরি প্রত্যাহার করা হয়।

Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, প্রাণহানি ও সংঘর্ষের পর গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টার পর থেকে গোপালগঞ্জে আর কোনো কারফিউ বা ১৪৪ ধারা বলবৎ থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিস্থিতির সার্বিক পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় হলে পরবর্তীতে আবারও নির্দেশনা দেওয়া হবে। একইসঙ্গে, হামলা ও সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথম দফায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর পর্যায়ক্রমে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত একাধিক দফায় কারফিউ ও ১৪৪ ধারা আরোপ ও শিথিল করা হয়।

শেষ পর্যন্ত রোববার সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কারফিউ ও ১৪৪ ধারা পুরোপুরি প্রত্যাহার করা হয়।

Share