আন্তর্জাতিক
গুগল ম্যাপের ভুলে মৃত্যু ফাঁদে নারী চালক

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিনের যাতায়াতে গুগল ম্যাপের ওপর নির্ভর করেন। অচেনা জায়গায় দিকনির্দেশনার অন্যতম জনপ্রিয় এই ডিজিটাল প্ল্যাটফর্মটি কখনো কখনো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে—যেমনটা ঘটেছে ভারতের নবি মুম্বাইয়ে।
শুক্রবার সকালে বেলাপুর থেকে উলওয়ে যাওয়ার পথে গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি চালাচ্ছিলেন এক নারী চালক। কিন্তু ভুল দিকনির্দেশনার কারণে তিনি গাড়ি নিয়ে চলে যান ধ্রুবতারা জেটির এক বিপজ্জনক ও সরু পথে, যা বেলাপুর বে ব্রিজের নিচ দিয়ে গেছে। হঠাৎ করেই তার গাড়িটি খালের পানিতে পড়ে যায়।
সৌভাগ্যক্রমে স্থানীয় মেরিন নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। যদিও বড় কোনো আঘাত পাননি ওই নারী, ঘটনাটি প্রযুক্তির সীমাবদ্ধতা ও অন্ধ অনুসরণের ঝুঁকি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। পরে ক্রেনের সহায়তায় গাড়িটিও পানি থেকে উদ্ধার করা হয়।
এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই ধরনের আরও কিছু ঘটনা অতীতে ঘটেছে, যেমন—উত্তর প্রদেশে ভাঙা সেতু দিয়ে গুগল ম্যাপ চালিত পথে গিয়ে তিনজনের মৃত্যু এবং হায়দরাবাদ থেকে কেরালাগামী পর্যটকদের নদীতে পড়ে যাওয়া।
এই ঘটনাগুলো প্রযুক্তির প্রতি অতিরিক্ত নির্ভরশীলতার বিপদ ও বাস্তব পর্যবেক্ষণের গুরুত্ব নতুন করে মনে করিয়ে দিচ্ছে।