রোববার থেকে জিএমপিতে অনলাইনে জিডি করা যাবে - Porikroma News
Connect with us

বাংলাদেশ

রোববার থেকে জিএমপিতে অনলাইনে জিডি করা যাবে

Published

on

রোববার থেকে জিএমপিতে অনলাইনে জিডি করা যাবে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি : সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সব থানায় রোববার (৩ আগস্ট) থেকে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার সুযোগ চালু হচ্ছে। শনিবার (২ আগস্ট) পুলিশের সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে অনলাইন জিডি সেবা সারা দেশে ধাপে ধাপে চালু করা হচ্ছে। বর্তমানে দেশের আটটি রেঞ্জ এবং ছয়টি মেট্রোপলিটন পুলিশের সব থানায় এ সেবা চালু রয়েছে।

এর আগে গাজীপুরে শুধু হারানো বা প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে অনলাইন জিডি করা যেত। এখন থেকে সব ধরনের সাধারণ ডায়েরি অনলাইনে করা যাবে।

সেবাটি ব্যবহার করতে হলে ‘Online GD’ নামের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই পরবর্তীতে সেটি দিয়েই জিডি করা যাবে। রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো সমস্যা হলে নির্ধারিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।

Share

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সব থানায় রোববার (৩ আগস্ট) থেকে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার সুযোগ চালু হচ্ছে। শনিবার (২ আগস্ট) পুলিশের সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে অনলাইন জিডি সেবা সারা দেশে ধাপে ধাপে চালু করা হচ্ছে। বর্তমানে দেশের আটটি রেঞ্জ এবং ছয়টি মেট্রোপলিটন পুলিশের সব থানায় এ সেবা চালু রয়েছে।

এর আগে গাজীপুরে শুধু হারানো বা প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে অনলাইন জিডি করা যেত। এখন থেকে সব ধরনের সাধারণ ডায়েরি অনলাইনে করা যাবে।

সেবাটি ব্যবহার করতে হলে ‘Online GD’ নামের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই পরবর্তীতে সেটি দিয়েই জিডি করা যাবে। রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো সমস্যা হলে নির্ধারিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।

Share