আন্তর্জাতিক
হামাসের তিন দিনের ‘গ্লোবাল প্রোটেস্ট’ কর্মসূচি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তিন দিনব্যাপী ‘গ্লোবাল প্রোটেস্টের’ ডাক দিয়েছে। গাজায় চলমান দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে ২৫, ২৬ ও ২৭ জুলাই বিশ্বব্যাপী বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হামাস ‘বিশ্বের সকল মুক্ত মানুষকে’ এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, “মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে মারা যাচ্ছে। দুর্ভিক্ষ শিশু, মা ও বৃদ্ধদের মারাত্মকভাবে আক্রান্ত করছে। অথচ বিশ্বব্যাপী নীরবতা ও কার্যকর কোনো পদক্ষেপ নেই।”
হামাস আরও বলেছে, যতক্ষণ না গাজার ওপর অবরোধ ভেঙে দুর্ভিক্ষের অবসান হচ্ছে, ততক্ষণ এই কর্মসূচি অব্যাহত থাকবে।
তারা স্লোগান দিয়েছে: “অনাহারের অপরাধ বন্ধ করো”, যা বিশ্বব্যাপী প্রচারের আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন সংগঠনও নিয়মিত কর্মসূচি পালন করে আসছে। গত বছরের এপ্রিলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিশাল জনসমাগম ঘটে।
ওই ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়েছিল।