অপরাধ
গাজীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

গাজীপুর নগরের সালনা এলাকায় শারমিন আক্তার (২৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মোজাম্মেল হকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শারমিনের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাহাড়ছড়ি গ্রামে। তিনি গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। অভিযুক্ত মোজাম্মেল হকের বাড়ি একই উপজেলার তিতপুর গ্রামে। জানা যায়, বেশ কিছুদিন ধরে দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে কারখানা থেকে ফেরার পথে বাসার কাছাকাছি এলাকায় ধারালো দা দিয়ে শারমিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন মোজাম্মেল। পরে রাতেই সালনা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে ।
শারমিনের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হাসান জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং হত্যার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।