গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু - Porikroma News
Connect with us

দুর্ঘটনা

গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

Published

on

গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ি এলাকায় পানিতে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুরের মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন। দুজনেরই বয়স ১২ বছর।

তারা দেউলিয়াবাড়ি এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতো এবং স্থানীয় একটি মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়াশোনা করতো।

কোনাবাড়ী থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দেউলিয়াবাড়ি এলাকার একটি পুকুরে গোসল করতে নামে ওই দুই কিশোর। এক পর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ গিয়ে সকাল ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।

কোনাবাড়ী থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ি এলাকায় পানিতে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুরের মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন। দুজনেরই বয়স ১২ বছর।

তারা দেউলিয়াবাড়ি এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতো এবং স্থানীয় একটি মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়াশোনা করতো।

কোনাবাড়ী থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দেউলিয়াবাড়ি এলাকার একটি পুকুরে গোসল করতে নামে ওই দুই কিশোর। এক পর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ গিয়ে সকাল ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।

কোনাবাড়ী থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share