গাজীপুরে নার্সিং শিক্ষার্থীদের সড়ক অবরোধ - Porikroma News
Connect with us

শিক্ষা

গাজীপুরে নার্সিং শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Published

on

গাজীপুরে নার্সিং শিক্ষার্থীদের সড়ক অবরোধ
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ঘণ্টাব্যাপী অবরোধে জয়দেবপুর-শিববাড়ি আঞ্চলিক সড়ক বন্ধ হয়ে যায়। এতে চরম যানজটের সৃষ্টি হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— কলেজের শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনা, তিনজন নার্সিং ইনস্ট্রাক্টরকে বদলি করা এবং মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। পরে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।

এসময় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন মেহেদী হাসান চয়ন, রাফিউল আলম সরকার, মোসা. শারমিন আক্তার, লুৎফুন্নাহার লিজা, তুহিন মোর্শেদ, ফারিহা আলম ও মো. হৃদয় খানসহ অনেকে।

Share

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ঘণ্টাব্যাপী অবরোধে জয়দেবপুর-শিববাড়ি আঞ্চলিক সড়ক বন্ধ হয়ে যায়। এতে চরম যানজটের সৃষ্টি হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— কলেজের শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনা, তিনজন নার্সিং ইনস্ট্রাক্টরকে বদলি করা এবং মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। পরে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।

এসময় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন মেহেদী হাসান চয়ন, রাফিউল আলম সরকার, মোসা. শারমিন আক্তার, লুৎফুন্নাহার লিজা, তুহিন মোর্শেদ, ফারিহা আলম ও মো. হৃদয় খানসহ অনেকে।

Share