অপরাধ
গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার

গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর কোনাবাড়ি থানা পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে কোনাবাড়ি থানাধীন বাইমাইল ময়লার ভাগাড় এলাকার সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—টাঙ্গাইলের সুমন রানা (২৭), বগুড়ার মুকুল মিয়া (২৬), ময়মনসিংহের সজিব (৩২), কিশোরগঞ্জের বিকাশ রানা (৩০), ও চাঁপাইনবাবগঞ্জের রুহুল আমিন (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে ১০-১২ জনের একটি ডাকাত দল মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
অভিযানের সময় বাকি সদস্যরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং ডাকাতির উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়েছিল।
কোনাবাড়ি থানার ওসি মো. সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।