গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে: ট্রাম্প - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে: ট্রাম্প

Published

on

চুক্তির দিকে বড় পদক্ষেপ হিসেবে যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে হামাস।

গাজায় চলমান সংঘাতের অবসানে আগামী সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দেয়ার পর তিনি এমন মন্তব্য করেন।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সর্বশেষ প্রস্তাবে বেশ কিছু শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তাব অনুযায়ী, হামাস ১০ জন জীবিত ইসরাইলি বন্দি মুক্তি দেবে এবং ১৮ জন বন্দির মরদেহ ফেরত দেবে।

এছাড়া গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হবে। খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের মাধ্যমে বিতরণ করা হবে।

চুক্তি অনুসারে, ইসরাইলি বাহিনী সকল আক্রমণাত্মক সামরিক তৎপরতা বন্ধ করবে এবং প্রতিদিন ১০ ঘণ্টা সামরিক নজরদারি স্থগিত থাকবে। একইসঙ্গে ইসরাইলি সেনারা উত্তর গাজা, নেতজারিম করিডোর এবং দক্ষিণ গাজায় পুনরায় অবস্থান নেবে।

এ যুদ্ধবিরতির সময়কাল ৬০ দিন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে অবিলম্বে আলোচনা শুরু করার কথাও বলা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, “হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। আশা করছি, আগামী সপ্তাহে এ বিষয়ে একটি ভালো সমঝোতা হবে।”

Share

গাজায় চলমান সংঘাতের অবসানে আগামী সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দেয়ার পর তিনি এমন মন্তব্য করেন।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সর্বশেষ প্রস্তাবে বেশ কিছু শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তাব অনুযায়ী, হামাস ১০ জন জীবিত ইসরাইলি বন্দি মুক্তি দেবে এবং ১৮ জন বন্দির মরদেহ ফেরত দেবে।

এছাড়া গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হবে। খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের মাধ্যমে বিতরণ করা হবে।

চুক্তি অনুসারে, ইসরাইলি বাহিনী সকল আক্রমণাত্মক সামরিক তৎপরতা বন্ধ করবে এবং প্রতিদিন ১০ ঘণ্টা সামরিক নজরদারি স্থগিত থাকবে। একইসঙ্গে ইসরাইলি সেনারা উত্তর গাজা, নেতজারিম করিডোর এবং দক্ষিণ গাজায় পুনরায় অবস্থান নেবে।

এ যুদ্ধবিরতির সময়কাল ৬০ দিন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে অবিলম্বে আলোচনা শুরু করার কথাও বলা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, “হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। আশা করছি, আগামী সপ্তাহে এ বিষয়ে একটি ভালো সমঝোতা হবে।”

Share