গাজায় হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

গাজায় হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত

Published

on

গাজায় হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত
সংগৃহীত ছবি

উত্তর গাজায় হামলা চালাতে গিয়ে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৪ জন। টাইমস অব ইসরায়েল এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত সেনারা হলেন—জেরুজালেমের ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট মেইর শিমন আমার, সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ, গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের ২৮ বছর বয়সী সার্জেন্ট বেনিয়ামিন আসুলিন, কেফির ব্রিগেডের নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট নোয়াম আহরন মুসগাদিয়া এবং ২১ বছর বয়সী স্টাফ সার্জেন্ট মোশে শমুয়েল নোল।

আইডিএফের প্রাথমিক তদন্তে জানা যায়, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় সেনারা রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে হতাহত হন। তারা পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিলেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, এই অভিযানের আগে ওই এলাকাকে লক্ষ্য করে আকাশ থেকে বোমা বর্ষণ করা হয়েছিল।

নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সেনারা ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে অভিযান চালাচ্ছিলেন।

গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে।

Share

উত্তর গাজায় হামলা চালাতে গিয়ে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৪ জন। টাইমস অব ইসরায়েল এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত সেনারা হলেন—জেরুজালেমের ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট মেইর শিমন আমার, সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ, গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের ২৮ বছর বয়সী সার্জেন্ট বেনিয়ামিন আসুলিন, কেফির ব্রিগেডের নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট নোয়াম আহরন মুসগাদিয়া এবং ২১ বছর বয়সী স্টাফ সার্জেন্ট মোশে শমুয়েল নোল।

আইডিএফের প্রাথমিক তদন্তে জানা যায়, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় সেনারা রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে হতাহত হন। তারা পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিলেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, এই অভিযানের আগে ওই এলাকাকে লক্ষ্য করে আকাশ থেকে বোমা বর্ষণ করা হয়েছিল।

নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সেনারা ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে অভিযান চালাচ্ছিলেন।

গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে।

Share