আন্তর্জাতিক
৪৮ ঘণ্টায় ৩ শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও অব্যাহত রয়েছে ইসরাইলের হামলা। গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি সেনারা অন্তত ২৬টি হত্যাযজ্ঞ চালিয়ে ৩ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই তথ্য নিশ্চিত করেছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুধুমাত্র বৃহস্পতিবারই নিহত হয়েছেন ৭৩ জন ফিলিস্তিনি। এরমধ্যে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ পরিচালিত ত্রাণ সংগ্রহ কেন্দ্রের বাইরে খাদ্যের জন্য অপেক্ষমাণ অবস্থায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট সশস্ত্র নিরাপত্তাকর্মীদের গুলিতে প্রাণ হারান ৩৩ জন।
এছাড়া আল-মাওয়াসির শরণার্থী শিবির ও মোস্তাফা হাফেজ স্কুলে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন আরও ২৪ জন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন নিরাপত্তাকর্মীরা বেসামরিক মানুষের ওপর গুলি এবং স্টান গ্রেনেড নিক্ষেপ করছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এপি জানায় দুই মার্কিন ঠিকাদার স্বীকার করেছেন এসব নিরাপত্তাকর্মীরা ভারী অস্ত্রে সজ্জিত এবং তাদের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে অক্সফাম সেভ দ্য চিলড্রেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ১৩০টিরও বেশি মানবাধিকার সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বন্ধের দাবি জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৬৪৭ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ১০৫ জন।
মানবাধিকারের এই ভয়াবহ লঙ্ঘনের দ্রুত সমাধান এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ।