আন্তর্জাতিক
গাজায় পানি আনতে গিয়ে ইসরায়েলি হামলায় ৬ শিশু নিহত

গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় শিশুসহ ১০ জন নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) আল-নুসিরাত শরণার্থীশিবিরে পানি ভরার লাইনে দাঁড়ানো মানুষের ওপর এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খালি জেরিক্যান হাতে পানির জন্য অপেক্ষারত মানুষের ভিড়ে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি ড্রোন। নিহতদের লাশ নুসিরাতের আল আওদা হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ১৬ জনের মধ্যে সাতজনই শিশু বলে জানিয়েছেন এক চিকিৎসক।
ঘটনার পর স্থানীয়রা ব্যক্তিগত গাড়ি ও গাধার গাড়িতে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, একই দিন মধ্য গাজা ও গাজা সিটিতে আবাসিক ভবনে তিনটি পৃথক হামলায় আরও ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় অভিযান শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এ পর্যন্ত ৫৭ হাজার ৮৮২ জন নিহত হয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, এই সপ্তাহে প্রথমবারের মতো গাজায় ৭৫ হাজার লিটার জ্বালানি প্রবেশের অনুমতি মিলেছে। তবে তা চাহিদার তুলনায় অতি সামান্য। জাতিসংঘের ৯টি সংস্থা সতর্ক করে বলেছে, জ্বালানি ঘাটতির কারণে হাসপাতাল, পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা ও বেকারিগুলো অচল হয়ে পড়ছে।