আন্তর্জাতিক
গাজায় পানি আনতে গিয়ে ইসরায়েলি হামলায় ১০ শিশুসহ নিহত

গাজার মধ্যাঞ্চলে পানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরায়েলের ড্রোন হামলায় ৬ শিশুসহ ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতরা সবাই আল-নুসিরাত শরণার্থীশিবিরের বাসিন্দা। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে আল-তায়ারা ক্লিনিকের সামনে এই হামলা হয়।
পাঁচ সন্তানের জননী ঈমান আল নুরি জানান, ক্ষুধার্ত দুই বছরের শিশুপুত্র সিরাজ ও তার তিন ভাইবোন পুষ্টিকর খাবারের আশায় ক্লিনিকে যাচ্ছিল। ক্লিনিক খোলার আগেই ড্রোন হামলায় ঘটনাস্থলে মারা যায় আমির (৫) ও সামা (১৪)। ওমর (৯) ও সিরাজ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিছু নারী-শিশু পানির জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা গাধার গাড়ি আর ব্যক্তিগত যানবাহনে আহতদের সরিয়ে নেয়।
হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬-তে। এরমধ্যে ১০ শিশু ও তিন নারী। ইসরায়েল দাবি করেছে, তারা এক ‘হামাস সন্ত্রাসীকে’ লক্ষ্য করেছিল এবং দুঃখ প্রকাশ করেছে।
প্রজেক্ট হোপ ও জাতিসংঘ জানিয়েছে, এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। গাজায় পরিস্থিতি ভয়াবহ। অধিকাংশ শিশু পুষ্টিহীনতায় ভুগছে। ত্রাণকেন্দ্রেও নিরাপত্তা নেই।
গাজায় গত ৯ মাসের অবরোধ, খাদ্য ও ওষুধের সংকটে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। যুদ্ধবিরতির আলোচনা চলছে বটে, তবে বাস্তব পরিস্থিতি এখনো ভয়াবহ।