আন্তর্জাতিক
গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি দলগুলোর সাথে আলোচনা – হামাস

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে আলোচনা করছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়, মধ্যস্থতাকারী দেশগুলোর কাছ থেকে পাওয়া সর্বশেষ যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব নিয়ে ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে পরামর্শ চলছে।
হামাসের ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রস্তাবে গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের নিশ্চয়তা চায় হামাস। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে।
জাতিসংঘের তথ্যমতে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক আহত হয়েছেন। শহর ধ্বংস, বাস্তুচ্যুতি এবং মানবিক সংকট চরমে।
হামাস দ্রুত সিদ্ধান্ত নিয়ে মধ্যস্থতাকারীদের জানাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।