গাজার ত্রাণের বস্তায় মাদক, ইসরাইলের বর্বরতা ফাঁস - Porikroma News
Connect with us

অপরাধ

গাজার ত্রাণের বস্তায় মাদক, ইসরাইলের বর্বরতা ফাঁস

Published

on

গাজার ত্রাণের বস্তায় মাদক, ইসরাইলের বর্বরতা ফাঁস
ছবি: সংগৃহীত

মৃত্যপুরী গাজায় ইসরাইলি আগ্রাসন অব্যাহত রয়েছে। শুধু গুলি চালিয়ে নয়, বরং ত্রাণ সহায়তার নামেও ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এবার গাজাবাসীদের হত্যা করতে ত্রাণের বস্তায় প্রাণঘাতী মাদক মিশিয়ে দিচ্ছে ইসরাইলি সেনারা।

শুক্রবার (২৮ জুন) গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন-ইসরাইলি সহায়তা কেন্দ্র থেকে বিতরণকৃত আটার বস্তায় পাওয়া গেছে ‘অক্সিকোডন’ নামের আফিম জাতীয় ভয়ংকর মাদক ট্যাবলেট। যা গ্রহণ করলে শ্বাসকষ্ট, মানসিক বিভ্রম এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

মিডিয়া অফিস জানায়, এখন পর্যন্ত অন্তত চারজন গাজাবাসী আটার বস্তায় এই মাদকের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। এমনকি কিছু বস্তায় গুঁড়ো আকারেও এই মাদক মেশানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

এই ঘটনায় গাজার ফার্মাসিস্ট ওমর হামাদ একে ‘গণহত্যার সবচেয়ে ঘৃণ্য রূপ’ আখ্যা দিয়েছেন। অপরদিকে চিকিৎসক খালিল মাজেন আবু নাদা বলেন, ‘এই মাদকের মাধ্যমে আমাদের সমাজকে ভেতর থেকে ধ্বংসের চেষ্টা চলছে।’

গাজার মিডিয়া অফিস ইসরাইলকে এই মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী করে বলেছে, ‘ইসরাইল অবরোধের সুযোগ নিয়ে সহায়তার নামে এই মাদক গাজায় পাচার করছে। যা আসলে ত্রাণ নয়, মৃত্যু ফাঁদ।’

Share

মৃত্যপুরী গাজায় ইসরাইলি আগ্রাসন অব্যাহত রয়েছে। শুধু গুলি চালিয়ে নয়, বরং ত্রাণ সহায়তার নামেও ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এবার গাজাবাসীদের হত্যা করতে ত্রাণের বস্তায় প্রাণঘাতী মাদক মিশিয়ে দিচ্ছে ইসরাইলি সেনারা।

শুক্রবার (২৮ জুন) গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন-ইসরাইলি সহায়তা কেন্দ্র থেকে বিতরণকৃত আটার বস্তায় পাওয়া গেছে ‘অক্সিকোডন’ নামের আফিম জাতীয় ভয়ংকর মাদক ট্যাবলেট। যা গ্রহণ করলে শ্বাসকষ্ট, মানসিক বিভ্রম এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

মিডিয়া অফিস জানায়, এখন পর্যন্ত অন্তত চারজন গাজাবাসী আটার বস্তায় এই মাদকের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। এমনকি কিছু বস্তায় গুঁড়ো আকারেও এই মাদক মেশানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

এই ঘটনায় গাজার ফার্মাসিস্ট ওমর হামাদ একে ‘গণহত্যার সবচেয়ে ঘৃণ্য রূপ’ আখ্যা দিয়েছেন। অপরদিকে চিকিৎসক খালিল মাজেন আবু নাদা বলেন, ‘এই মাদকের মাধ্যমে আমাদের সমাজকে ভেতর থেকে ধ্বংসের চেষ্টা চলছে।’

গাজার মিডিয়া অফিস ইসরাইলকে এই মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী করে বলেছে, ‘ইসরাইল অবরোধের সুযোগ নিয়ে সহায়তার নামে এই মাদক গাজায় পাচার করছে। যা আসলে ত্রাণ নয়, মৃত্যু ফাঁদ।’

Share