বিনোদন
ক্যান্সারের কাছে পরাজয়, জীবনাবসান জনপ্রিয় গায়িকা

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী গায়ত্রী হাজারিকা আর নেই। কোলন ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে শেষমেশ শুক্রবার (১৬ মে) গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।
নেমকেয়ার হাসপাতালের পরিচালক ডা. হিতেশ বরুয়া জানান, তিনদিন আগে গায়ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তবে শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
গায়ত্রী হাজারিকার মৃত্যুর খবরে সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীরা শোক জানাচ্ছেন।
চলচ্চিত্র নির্মাতা আইমি বরুয়া এক্স-এ লেখেন, “গায়ত্রী হাজারিকার গায়কী আসামের সংগীতপ্রেমীদের হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে। তাঁর প্রস্থান এক অপূরণীয় ক্ষতি।”
সংগীত পরিচালক কাকোটি বলেন, “তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাবান শিল্পী। তাঁর মৃত্যু আসামের সংগীতজগতে এক শূন্যতা তৈরি করল, যা সহজে পূরণ হবার নয়।”
আসামে জন্ম ও বেড়ে ওঠা গায়ত্রী হাজারিকা ঐতিহ্যবাহী আসামি সংগীতকে আধুনিক সুরের সঙ্গে মিলিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। তাঁর আইকনিক গান ‘ফাগুন’ তাঁকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। কণ্ঠের মাধুর্য, আবেগময় পরিবেশনা ও মঞ্চে সাবলীল উপস্থিতি দিয়ে তিনি হয়ে উঠেছিলেন হাজারো ভক্তের প্রিয় শিল্পী।
প্লেব্যাক গানের পাশাপাশি লাইভ পারফরম্যান্সেও তাঁর ব্যাপক খ্যাতি ছিল। গায়ত্রী হাজারিকার প্রস্থান ভারতের আঞ্চলিক সংগীতজগতে এক গভীর শূন্যতার সৃষ্টি করল।