ব্যাখ্যা করা হয়েছে
৪৫ বছর ধরে ১০ টাকায় চিকিৎসা, গরিবের ডাক্তার সুজিত

৪৫ বছর ধরে নামমাত্র ১০ টাকা ভিজিটে চিকিৎসা সেবা দিয়ে আসছেন কক্সবাজারের রামুর মানবিক চিকিৎসক ডা. সুজিত কুমার শর্মা। ধনী-গরিব সব রোগীর কাছ থেকেই তিনি একই ভিজিট নিয়ে থাকেন। তবে অস্বচ্ছল রোগীদের কাছ থেকে ভিজিটও নেন না; বরং বিনামূল্যে ওষুধ দিয়ে সহায়তা করেন। স্থানীয়রা ভালোবেসে তাকে ডাকেন ‘গরিবের ডাক্তার’ নামে।
রামুর পশ্চিম মেরংলোয়া গ্রামের সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবারের সন্তান ডা. সুজিত। পেশাগত জীবনে লাভ-লোকসানের হিসাব না করে মানবসেবাকেই ব্রত হিসেবে গ্রহণ করেছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত পর্যন্ত রোগীদের সেবা দিয়ে চলেছেন। রামু চৌমুহনী স্টেশনের উত্তর পাশে অবস্থিত তার চেম্বারে দিনে গড়ে ১৫০-২০০ রোগী আসেন।
৬৫ বছরের বৃদ্ধা তফুরা খাতুন বলেন, “আমার কোনো সন্তান নেই। এই ডাক্তারই আমার কাছে সৃষ্টিকর্তার অশেষ রহমত। তিনি আমার কাছে কখনো টাকা নেন না।”
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় গুরুতর আহত, টিউমারসহ জটিল অপারেশনও দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন ডা. সুজিত। কারো টাকা না থাকলেও ফিরিয়ে দেন না। তার এই উদারতা ও মানবিকতা স্থানীয় সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
ডা. সুজিত বলেন, “চিকিৎসা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। আমি চাই, গরিব মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন।”
চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখায় তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেয়েছেন।