বাংলাদেশ
গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ রূপান্তরে ১১১ কোটি টাকা বরাদ্দ

গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ রূপান্তরের জন্য ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই কাজ কোনো দরপত্র ছাড়াই সরাসরি ক্রয়পদ্ধতিতে সম্পন্ন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই বরাদ্দের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, আগামী ৫ আগস্টের মধ্যে জাদুঘর উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। ইএম (বৈদ্যুতিক ও যান্ত্রিক) অংশের কাজ করবে ‘মেসার্স শুভ্রা ট্রেডার্স’। এর জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ৮২ লাখ ৮৬ হাজার টাকা।
পূর্ত (নির্মাণ ও সংস্কার) অংশের কাজ পাবে ‘দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’। তাদের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৭০ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকা। প্রতিষ্ঠানটি স্ট্যান্ডার্ড গ্রুপের অধীন এবং এর চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম মোশাররফ হোসেন, যিনি যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য।
উল্লেখ্য, গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত গত বছরের ২৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়।