আন্তর্জাতিক
ফ্রান্সে ভয়াবহ দাবানল, পুড়ল ৪২ হাজার একর এলাকা

ফ্রান্সে পঁচাত্তর বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৪২ হাজার একরের বেশি এলাকা। দক্ষিণাঞ্চলীয় ‘অড’ অঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানল প্যারিস শহরের আয়তনকেও ছাড়িয়ে গেছে। দুই হাজারেরও বেশি দমকলকর্মী ও সেনাসদস্য আগুন নেভাতে কাজ করছেন।
গত মঙ্গলবার রিবোত গ্রামের কাছে দাবানল শুরু হয়ে একজন নারী নিহত হন এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এলেও কয়েকদিন ধরে জ্বলতেই থাকবে। ইতোমধ্যে ১৭ হাজার হেক্টরেরও বেশি বনাঞ্চল ধ্বংস হয়েছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী একে নজিরবিহীন দুর্যোগ হিসেবে উল্লেখ করে জলবায়ু পরিবর্তন, খরা ও তীব্র বাতাসকে দায়ী করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রের সব সম্পদ দাবানল মোকাবিলায় নিয়োজিত করার ঘোষণা দিয়েছেন।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেও ৮৩ হাজার একরের বেশি এলাকা দাবানলে পুড়ে গেছে, যেখানে শুষ্ক আবহাওয়া ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।