মানুষের জন্য চোখ দান করে গেলেন সাবেক সেনাপ্রধান হারুন - Porikroma News
Connect with us

বাংলাদেশ

মানুষের জন্য চোখ দান করে গেলেন সাবেক সেনাপ্রধান হারুন

Published

on

মানুষের জন্য চোখ দান করে গেলেন সাবেক সেনাপ্রধান হারুন
চট্টগ্রাম ক্লাবের কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে তিনি নিজের চোখ দান করে গেছেন মানবতার সেবায়।

সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে চট্টগ্রাম ক্লাবের ৩০৮ নম্বর কক্ষ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

চিকিৎসক ও তার ফুফাতো বোন ডা. নজিবুন নাহার জানান, মৃত্যুর আগেই হারুন-অর-রশিদ তার চোখ মানবতার সেবায় দান করে গেছেন। তিনি বলেন, “তার দ্বারা কোনো অন্যায় হতেই পারে না। কাউকে আঘাত তো দূরের কথা, কারো নামেও কটু কথা বলতে শুনিনি। এমন সজ্জন মানুষ আর হয় না।”

ডেসটিনি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ২০২৩ সালের এক মামলায় হাজিরা দিতে গিয়ে চট্টগ্রামে অবস্থান করছিলেন তিনি। বিকেলে কাজির দেউড়ির চট্টগ্রাম ক্লাবে গিয়ে উঠেন, পরদিন সকালে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল তার।

চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন জানান, সকাল থেকে ক্লাব কর্তৃপক্ষ তার কোনো সাড়া পাচ্ছিল না। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে কক্ষের মধ্যে তার লাশ উদ্ধার করে।

তার মৃত্যুতে সেনাবাহিনী, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা পরিবার ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Share

সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে চট্টগ্রাম ক্লাবের ৩০৮ নম্বর কক্ষ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

চিকিৎসক ও তার ফুফাতো বোন ডা. নজিবুন নাহার জানান, মৃত্যুর আগেই হারুন-অর-রশিদ তার চোখ মানবতার সেবায় দান করে গেছেন। তিনি বলেন, “তার দ্বারা কোনো অন্যায় হতেই পারে না। কাউকে আঘাত তো দূরের কথা, কারো নামেও কটু কথা বলতে শুনিনি। এমন সজ্জন মানুষ আর হয় না।”

ডেসটিনি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ২০২৩ সালের এক মামলায় হাজিরা দিতে গিয়ে চট্টগ্রামে অবস্থান করছিলেন তিনি। বিকেলে কাজির দেউড়ির চট্টগ্রাম ক্লাবে গিয়ে উঠেন, পরদিন সকালে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল তার।

চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন জানান, সকাল থেকে ক্লাব কর্তৃপক্ষ তার কোনো সাড়া পাচ্ছিল না। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে কক্ষের মধ্যে তার লাশ উদ্ধার করে।

তার মৃত্যুতে সেনাবাহিনী, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা পরিবার ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Share