আন্তর্জাতিক
রোনালদোর দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে সম্ভাব্য স্বীকৃতি

ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চিন্তাভাবনা করছে। ৩১ জুলাই (বৃহস্পতিবার) দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদন অনুযায়ী, পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়ে রাষ্ট্রপতি ও সংসদের সঙ্গে আলোচনা করা হবে।
এদিকে কানাডাও সেপ্টেম্বরে শর্তসাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ২০২৬ সালের মধ্যে জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি হলে কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
অন্যদিকে ফ্রান্সসহ অন্তত ১৫টি পশ্চিমা দেশ ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এক্সে জানান, ফ্রান্স ও অন্যান্য দেশ একত্রে এই বার্তা দিয়েছে— ‘আমরা প্রস্তুত।’
বিশ্বজুড়ে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার জোরালো উদ্যোগ দেখা যাচ্ছে। এটি ফিলিস্তিনিদের জন্য হতে পারে এক আশার আলো।