বাংলাদেশ
সাবেক এমপি ফজলে করিমের বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে ১১৪ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৩ জুলাই) বিকেলে দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক নিজাম উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ জানিয়েছেন, ফজলে করিম চৌধুরী ৫ কোটি ৯৪ লাখ ৯২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। পাশাপাশি ১২টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ১০৮ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুর্নীতি প্রতিরোধ এবং অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ ভেঙে গেলে এমপি পদ হারান ফজলে করিম চৌধুরী। এরপর আত্মগোপনে থাকলেও গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় গ্রেপ্তার হন তিনি। পরে হেলিকপ্টারে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
আদালতে হাজিরের সময় বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। বর্তমানে তাঁর মামলাগুলোর ভার্চ্যুয়াল শুনানি চলছে।