চট্টগ্রামে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, আ.লীগ কর্মী গ্রেফতার - Porikroma News
Connect with us

রাজনীতি

চট্টগ্রামে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, আ.লীগ কর্মী গ্রেফতার

Published

on

চট্টগ্রামে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, আ.লীগ কর্মী গ্রেফতার
ফটিকছড়ি আওয়ামী লীগ কর্মী মো. আলমগী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি এবং সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মো. আলমগীর (৫০) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) রাত ২টার দিকে ফটিকছড়ি উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ।

গ্রেফতার আলমগীর উপজেলার জাফতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মহসিনের বাড়ির ছুন্নু মিয়ার ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগ কর্মী।

ভিডিওতে দেখা যায়, আলমগীর রক্তমাখা একটি ছুরি নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি নুর আহমদ জানান, আলমগীরকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Share

চট্টগ্রামের ফটিকছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি এবং সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মো. আলমগীর (৫০) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) রাত ২টার দিকে ফটিকছড়ি উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ।

গ্রেফতার আলমগীর উপজেলার জাফতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মহসিনের বাড়ির ছুন্নু মিয়ার ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগ কর্মী।

ভিডিওতে দেখা যায়, আলমগীর রক্তমাখা একটি ছুরি নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি নুর আহমদ জানান, আলমগীরকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Share