‘মরা ছাড়া গতি নাই’ লিখে যুবকের আত্মহত্যা - Porikroma News
Connect with us

বাংলাদেশ

‘মরা ছাড়া গতি নাই’ লিখে যুবকের আত্মহত্যা

Published

on

‘মরা ছাড়া গতি নাই’ লিখে যুবকের আত্মহত্যা
রাহাতুল ইসলাম রাহাত। ছবি : সংগৃহীত

‘মরা ছাড়া আর কোনো গতি নাই’—ফেসবুক পোস্টের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামে এক যুবক।

রোববার (৬ জুলাই) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাহাত ওই এলাকার ব্যবসায়ী শফিক সরকারের বড় ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে হতাশ হয়ে রাহাত আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, গত কয়েক মাস ধরে হতাশা ও মানসিক অস্থিরতার নানা পোস্ট দিয়ে আসছিলেন তিনি।

পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share

‘মরা ছাড়া আর কোনো গতি নাই’—ফেসবুক পোস্টের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামে এক যুবক।

রোববার (৬ জুলাই) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাহাত ওই এলাকার ব্যবসায়ী শফিক সরকারের বড় ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে হতাশ হয়ে রাহাত আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, গত কয়েক মাস ধরে হতাশা ও মানসিক অস্থিরতার নানা পোস্ট দিয়ে আসছিলেন তিনি।

পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share